Ahmed Imtiaz Bulbul (1 January 1956 – 22 January 2019) was a Bangladeshi lyricist, composer and music director, active since the late 1970s. He was a freedom fighter who joined the Bangladesh Liberation War at the age of 15. He won a number of awards, including Ekushey Padak, National Film Awards and the President's Award. Bulbul joined the Bangladesh Liberation war in 1971 when he was 15 years old. He served in a Mukti Bahini base in Zinzira. His older brother, Iftekhar Uddin Ahmed Tutul, served in the Crack Platoon of the Mukti Bahini. He trained in India and fought in Lalbagh Thana and New Market Thana of Dhaka. In October, he was captured by Pakistan military and Razakars while returning to India for more training.He was transferred to a jail in Mymensigh were he was tortured and witnessed the mass execution of 39 Mukti Bahini prisoners by the Pakistan military. He transferred to the resident of Dana Miah which served as the local office of the East Pakistan Central Peace Committee. He was tortured there along with other members of the Mukti Bahini. He was able to escape from the camp. Awards: Ekushey Padak (2010) National Film Awards (2001, 2005) Bulbul was taken to Universal Medical College and Hospital in Dhaka around 6:15am, where the doctors, after necessary tests, declared him dead. He had suffered cardiac arrest.
Drag and drop to sort list. Click to browse.
কন্ঠঃ এন্ড্রু কিশোর কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল সিনেমাঃ নয়নের আলো (১৯৮৪) আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি.. জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি এই গানই আমার জীবন মরন গানই যেন প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ বাবা যেন আজও স্বর্গে বসে গাইছে সেই গান যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ, কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায় সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়। এই গানই আমার জীবন মরন গানই যেন প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ
শিরোনামঃ আমার সারা দেহ কন্ঠঃ এন্ড্রু কিশোর সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল মুভিঃ নয়নের আলো আমার সারা দেহ খেয়ো গো মাটি এই চোখ দুটো মাটি খেয়ো না আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না ওরে… ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনদিনও ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া থাকবো নারে থাকবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না ওরে… এই না ভুবন ছাড়তে হবে দুইদিন আগে পরে বিধি, একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে আমি এই না ঘরে থাকতে একা পারবো নারে পারবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না
Song: Ei Buke Boiche Jomuna Singer: Andrew Kishore Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul Movie: প্রেমের তাজমহল এই বুকে বইছে যমুনা নীল অথৈ প্রেমের জল। তার তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল!!! জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতূল্য!! এই প্রেম যে কত গভীর খুজে পায় না কোন তল তার তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল!! আছে মসজিদ, আছে গীর্জা সেথায় গেলে হয় পূণ্য তোমার সত্য ভালোবাসা ছুঁতে পারে মহাশূন্য!! এই প্রেম যে কত গভীর খুজে পায় না কোন তল তার তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল!!
Song: Oi Chand Mukhe Jeno Lage na Singer: Andrew Kishore Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul Movie: বিয়ের ফুল ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ জোসনায় ভরে থাক সারাটা জীবন হাজার বছর বেঁচে থাক তুমি বুকে নিয়ে স্বর্গের সুখ দুঃখ ব্যথা সব ভুলে যাই যে দেখলে তোমার ঐ মুখ ফুলও তুমি ফাগুনও তুমি গন্ধ বিলাও সারাক্ষণ স্বপ্ন তোমার মনে যত আশা সবই যেন পূর্ণ হয় আমারি তুমি এই পৃথিবীতে ও প্রিয়া আর কারো নও দিনও তুমি রাতও তুমি ফুরাবে না কভু প্রয়োজন
আমি তোমারি প্রেম ভিখারী, ভালবেসে ঠাই দিও পরানে গো ভালবেসে ঠাই দিও পরানে আমি তোমারি তুমি আমারি পশে থেকো জীবনে মরনে গো পশে থেকো জীবনে মরনে বুকেরো ভিতরে আন্ধার কুটিরে তুমি ওগো চান্দেরও বাতি চোখের মনিতে শয়নে-স্বপনে আছো তুমি দিবসও রাতি, ভালবেসে ঠাই দিও পরানে গো ভালবেসে ঠাই দিও পরানে আমি তোমারি প্রেম ভিখারী, ভালবেসে ঠাই দিও পরানে গো ভালবেসে ঠাই দিও পরানে তোমােরে আমি যে কত ভালবাসি গো বোঝাবো কেমনে বোঝাবো? তোমারে না পেলে জানি আমি জানি গো মরিব অকালে মরিব ভালবেসে ঠাই দিও পরানে গো ভালবেসে ঠাই দিও পরানে আমি তোমারি প্রেম ভিখারী, ভালবেসে ঠাই দিও পরানে গো ভালবেসে ঠাই দিও পরানে ভালবেসে ঠাই দিও পরানে গো ভালবেসে ঠাই দিও পরানে ভালবেসে ঠাই দিও পরানে গো ভালবেসে ঠাই দিও পরানে।
নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া।। আরে উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে আথালি পাতালি পানি ছলাৎ ছলাৎ করে রে আরে খল্ খলাইয়া হাইসা ওঠে বৈঠার হাতল চাইয়া।। ঢেউ এর তালে বাওয়ার ফালে নাওয়ের গুলুই কাঁপে চির্ চিরাইয়া নাওয়ের ছৈয়া রোদ তুফান মাপে আরে চিরলি চিরলি ফুলে ভোমর ভোমরি খেলে রে বাদল উদালী গায়ে পানিতে জমিতে হেলে রে আরে তুর তুরাইয়া আইলো দেওয়া জিলকী হাতে লইয়া।। শালি ধানের শ্যামলা বনে হৈলদা পঙ্খী ডাকে চিক্ মিকাইয়া হাসে রে চাঁদ সরষা ক্ষেতের ফাঁকে আরে সোনালী রূপালী রঙে রাঙ্গা হইল নদী মিতালী পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে আরে ঝিল্মিলাইয়া ঝালর পানি নাচে থৈয়া থৈয়া।।
শিরোনামঃ সুন্দর সুবর্ণ গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল শিল্পীঃ সাবিনা ইয়াসমীন সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু’চোখ ভরা স্বপ্ন ও দেশ, তোমারই জন্য।। থাকবে নাকো দুঃখ দারিদ্র বিভেদ-বেদনা-ক্রন্দন প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন।। আমার দু’চোখ ভরা স্বপ্ন ও দেশ, তোমারই জন্য।। তোমার জন্য হবো দুরন্ত তোমার জন্য শান্ত প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত।। আমার দু’চোখ ভরা স্বপ্ন ও দেশ, তোমারই জন্য।। সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু’চোখ ভরা স্বপ্ন ও দেশ, তোমারই জন্য।।
আমার বুকের মধ্যে খানে, মন যেখানে হৃদয় যেখানে। সেই খানে তোমাকে আমি, রেখেছি কতোনা যতনে। তোমার বুকের মধ্যে খানে, মন যেখানে হৃদয় যেখানে। সেই খানে আমাকে রেখো, আর কোথাও যাবনা জীবনে। আমার বুকের মধ্যে খানে, মন যেখানে হৃদয় যেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর। ভালবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালবাসি, বুঝাবো বুঝাবো কেমনে! আমার বুকের মধ্যে খানে, মন যেখানে হৃদয় যেখানে। সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়। তেমনি করে আমার এ মন, তোমায় পেতে চায়। তুমি আমার জীবন তরী, তুমি আশার আলো নয়নে। আমার বুকের মধ্যে খানে, মন যেখানে হৃদয় যেখানে। সেই খানে তোমাকে আমি, রেখেছি কতোনা যতনে। তোমার বুকের মধ্যে খানে, মন যেখানে হৃদয় যেখানে। সেই খানে আমাকে রেখ, আর কোথাও যাবনা জীবনে। আমার বুকের মধ্যে খানে, মন যেখানে হৃদয় যেখানে।
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে। আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে। যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে (যা যা…) তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না কারো ঘরের ঘরণী আমি হবো না করবো না তো কোনো দিনও বিয়ে এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আরে আরে করে কি করে কি করে কি আরে করে কি আলতা দেবো তিকলি দেবো, দেবো সোনার চুড়ি (না না না না না না…) আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি (আরে, না না না না না…) গয়না-গাটি চাইনা আমি চাইনা শাড়ি চুড়ি (হেই হেই হেই হেই হেই হেই…) সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি (আরে, হেই হেই হেই হেই হেই হেই…) গলবেনা মন কোনো কিছু দিয়ে হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা (না না না না না না…) আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা (না না না না না না…) ইন্দ্রপুরে মনের ঘরে দিও নাকো হানা (হেই হেই হেই হেই হেই হেই…) এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা (আরে, হেই হেই হেই হেই হেই হেই…) এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে। যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ও তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না কারো ঘরের ঘরণী আমি হবো না করবো না তো কোনো দিনও বিয়ে হরুর হাট হাট যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে না না না না পায়ে ধরি চল বাড়ি নিয়ে হু যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে না না না পায়ে ধরি চল বাড়ি নিয়ে হরুর..যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আম্মাজান ... ও আম্মাজান আম্মাজান, আম্মাজান চোখের মণি আম্মাজান বুকের ধ্বনি আম্মাজান, প্রাণের খনী আম্মাজান আম্মাজান, আম্মাজান আপনি বড় মেহেরবান জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান আম্মাজান, আম্মাজান , আম্মাজান, আম্মাজান আম্মাজান...... @Sheikh_Shamim সবার আগে আমি আমার আম্মাজানরে চিনি রে আম্মাজানরে চিনি সবার আগে আমি আমার আম্মাজানরে চিনি সালাম তারে আম্মাজানরে গড়িয়াছেন যিনি সবার আগে আমি আমার আম্মাজানরে চিনি সালাম তারে আম্মাজানরে গড়িয়াছেন যিনি আম্মাজান ছাড়া জীবন আমার গোরস্থান আম্মাজান, আম্মাজান চোখের মণি আম্মাজান বুকের ধ্বনি আম্মাজান,প্রাণের খনী আম্মাজান আম্মাজান, আম্মাজান আপনি বড় মেহেরবান জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান আম্মাজান, আম্মাজান , আম্মাজান, আম্মাজান আম্মাজান...... @Sheikh_Shamim আম্মাজানের আঁচল তলে বেহেশতরই ছায়া রে বেহেশতরই ছায়া আম্মাজানের আঁচল তলে বেহেশতরই ছায়া বুকে আছে দয়ার সাগর মনে তেমন মায়া আম্মাজানের আঁচল তলে বেহেশতরই ছায়া বুকে আছে দয়ার সাগর মনে তেমন মায়া আম্মাজান ছাড়া জীবন আমার গোরস্থান আম্মাজান, আম্মাজান চোখের মণি আম্মাজান বুকের ধ্বনি আম্মাজান,প্রাণের খনী আম্মাজান আম্মাজান, আম্মাজান আপনি বড় মেহেরবান জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান আম্মাজান, আম্মাজান , আম্মাজান, আম্মাজান আম্মাজান......
পৃথিবীর...যত সুখ আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি মনে হয়...তোমাকে আমি জনম-জনম ধরে চেয়েছি শুধু যে তোমারই সাথী হতে আমি তো এসেছি এ জগতে এ জগতে চোখ মেলে চাইবার তুমি ছাড়া আজ কিছু নাই আর তোমারই কাছে আমি রয়েছি ও জীবনে মরনে সাথী হয়েছি মনে হয়...তোমাকে আমি জনম-জনম ধরে চেয়েছি পৃথিবীর...যত সুখ আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি জেনেছি তো এ জীবনে আমি তুমি এই প্রাণের চেয়ে দামি জীবনে তো ফুরাবে না আসা মরণেও রবে ভালোবাসা জীবনে মরনে সাথী হয়েছি ও তোমারই কাছে, আমি রয়েছি মনে হয়...তোমাকে আমি জনম-জনম ধরে চেয়েছি পৃথিবীর...যত সুখ আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি লা লা লা....লা লা লা লা লা লা লা লা লা হে হে হে....আ হা হা আহা হা হা হা হা হা লা লা লা....লা লা লা লা লা লা লা লা লা লা
সাগরে মতোই গভীর.. আকাশের মতোই অসীম.. আমার এই প্রেম আমি, তোমাকে দিলাম তোমারি আছি আমি, তোমারি ছিলাম তোমারি আছি আমি, তোমারি ছিলাম সাগরে মতোই গভীর.. আকাশের মতোই অসীম.. আমার এই প্রেম আমি, তোমাকে দিলাম তোমারি আছি আমি, তোমারি ছিলাম তোমারি আছি আমি, তোমারি ছিলাম এবুকে প্রাণ করে রাখবো তোমায় এবুকে প্রাণ করে রাখবো তোমায় যেনো কভু হারিয়ে না যাও শেষ নিঃশ্বাস টুকু, দেব উপহার যদি তুমি একবারে চাও সাগরে মতোই গভীর.. আকাশের মতোই অসীম.. আমার এই প্রেম আমি, তোমাকে দিলাম তোমারি আছি আমি, তোমারি ছিলাম তোমারি আছি আমি, তোমারি ছিলাম আপনার চেয়ে তুমি আরো যে আপন আপনার চেয়ে তুমি আরো যে আপন এই কথাটি বুঝে গেছি আজ কপালের টিপ হয়ে, থাক চিরকাল আমার প্রেমের প্রগরাম সাগরে মতোই গভীর.. আকাশের মতোই অসীম.. আমার এই প্রেম আমি, তোমাকে দিলাম তোমারি আছি আমি, তোমারি ছিলাম তোমারি আছি আমি, তোমারি ছিলাম সাগরে মতোই গভীর.. আকাশের মতোই অসীম.. আমার এই প্রেম আমি, তোমাকে দিলাম তোমারি আছি আমি, তোমারি ছিলাম তোমারি আছি আমি, তোমারি ছিলাম
পরেনা চোখের পলক কি তোমার রুপের ঝলক পরেনা চোখের পলক কি তোমার রুপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো ... আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবেনাকো ও আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবেনাকো ও পরেনা চোখের পলক কি তোমার রুপের ঝলক... আ... আ... আ... আ... আ... কাজল কালো ঐ দুটি চোখ ও চোখে যাদু আছে চোখের আড়াল হতে গেলেই পড়ে যাই চোখের কাছে গোলাপ রাঙ্গা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাঁসি একটু হেসেই পড়াতে পারো হাজারও গলায় ফাঁসী সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো... আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবেনাকো ও আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবেনাকো ও পরেনা চোখের পলক কি তোমার রুপের ঝলক... হুম... ... আ... আ...আ... রেশম নরম তোমার চুলে একটু শীতল বাতাশ পাগল এ মন পাওয়ার আশায় করছে যেন হুতাশ পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার অঙ্গে সোনার জোতি একেই বলে আপরুপা... অপরুপ রুপবতি তোমায় নিয়ে অনেক বিপদ এবুকের মাঝেই থাকো ... আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবেনাকো ও আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবেনাকো এই পরেনা চোখের পলক আহ... কি তোমার রুপের ঝলক. এই পরেনা চোখের পলক কি তোমার রুপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো ... আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবেনাকো ও আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবেনাকো ও পরেনা চোখের পলক ইশ... কি তোমার রুপের ঝলক. এই পরেনা চোখের পলক আহ... কি তোমার রুপের ঝলক ... ।
যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় (২) সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় (২) তুমি আর আমি আর কেউ নাই এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যায় বুক যেখানে আছে শুধু সুখ আর সুখ সেই সুখ আমাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় (২) চাইনা কিছুই তো জীবনে আর তোমার মুখটা যদি দেখি একবার এ জীবন করেছ কত যে মধুর হৃদয়ে কত গান কত যে সুর সেই সুর আমাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় (২)
আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মূখটি ছাড়া কিছুই দেখা যায়না। আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মূখটি ছাড়া কিছুই দেখা যায়না। আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মূখটি ছাড়া কিছুই দেখা যায়না। তোমায় দেখতে দেখেতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই তোমায় দেখতে দেখেতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই তোমার ভালবাসা ছাড়া কোন কিছু এমন চায়না আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মূখটি ছাড়া কিছুই দেখা যায়না।। আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মূখটি ছাড়া কিছুই দেখা যায়না।। তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যাই। দুনিয়াতে কারো কাছে কিছু বলার তো আর নাই/ তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যাই। দুনিয়াতে কারো কাছে কিছু বলার তো আর নাই দুটি আঁকি তুমি ছাড়া যেন দেখতে কিছু পায়না আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মূখটি ছাড়া কিছুই দেখা যায়না।। আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মূখটি ছাড়া কিছুই দেখা যায়না।। আমার হৃদয় একটা আয়না এই আয়নায় তোমার মূখটি ছাড়া কিছুই দেখা যায়না।।
তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা........ তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা দুঃখ সুখের পাখি তুমি তোমার খাঁচায় এই বুক.... সারা জীবন নয়ন যেন দেখে তোমার এই মুখ কন্ঠে আমার দাও পরিয়ে সোহাগের মিলন মালা..... তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা ভালোবাসার নদী তুমি আমি তোমার দুই কুল পাগল তুমি ফোটাও যে ফুল আমি তোমার সেই ফুল প্রেমের তরে সইবো বুকে লক্ষ কাঁটার জ্বালা........ তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা
অনন্ত প্রেম.... তুমি দাও আমাকে... অনন্ত প্রেম.... তুমি দাও আমাকে... প্রেম পিপাসায় ভরা এই মন প্রেম পিপাসায় ভরা এই মন তোমার ভালোবাসা শুধু ভালোবাসায় প্রয়োজন অনন্ত প্রেম.... তুমি দাও আমাকে... অনন্ত প্রেম.... তুমি দাও আমাকে... প্রেম পিপাসায় ভরা এই মন প্রেম পিপাসায় ভরা এই মন তোমার ভালোবাসা শুধু ভালোবাসায় প্রয়োজন আমার আপন বলে কেউ ছিলনা আমার কি যে ভাগ্য আমার দেখা পেলাম তোমার আমার আপন বলে কেউ ছিলনা আমার কি যে ভাগ্য আমার দেখা পেলাম তোমার অনন্ত প্রেম.... তুমি দাও আমাকে... অনন্ত প্রেম.... তুমি দাও আমাকে... প্রেম পিপাসায় ভরা এই মন প্রেম পিপাসায় ভরা এই মন তোমার ভালোবাসা শুধু ভালোবাসায় প্রয়োজন তুমি আলোর প্রদ্বীপ দুটি নয়ন মাঝে তুমি ছাড়া কিছুই আমি দেখিনা যে তুমি আলোর প্রদ্বীপ দুটি নয়ন মাঝে তুমি ছাড়া কিছুই আমি দেখিনা যে অনন্ত প্রেম.... তুমি দাও আমাকে... অনন্ত প্রেম.... তুমি দাও আমাকে... প্রেম পিপাসায় ভরা এই মন প্রেম পিপাসায় ভরা এই মন তোমার ভালোবাসা শুধু ভালোবাসায় প্রয়োজন
তুমি আমার এমনই একজন যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন একজনমের ভালবাসা একজনমের কাছে আসা একটি চোখের পলক পরতে লাগে যতক্ষন তুমি আমার এমনই একজন যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন ভালবাসার সাগর তুমি বুকে অথৈ জল তবু পিপাসাতে আঁখি হয়রে ছল ছল হয়রে ছল ছল তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ আমার ভালবাসার ফুলে তোমার ভরাব চরণ
একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল। যারা অস্ত্র হাতে ধরেছিলো, মাগো তোমার তরেই মরেছিলো। ও মা যাদের ভয়ে পালিয়েছিলো শত্রু সেনার দল। ও………. মা! একাত্তরের মা জননী . . . আজো কেনো তোমার বুকে জ্বলছে আগুন, চলছে গুলি, মরছে মানুষ। জবাব তোমায় দিতেই হবে মাগো, জবাব তোমায় দিতেই হবে মা। সন্ত্রাসীদের হাতে কেনো জিম্মি তুমি, স্বদেশ আমার মাতৃভূমি। জবাব তোমায় . . . কেনো বিদ্যালয়ে ফুটছে বোমা, এই কি পেলাম শিক্ষা ও মা। লাঞ্ছিত আজ শিক্ষা গুরু, চোখে দুঃখের জল। ও……….. মা । আজো কেনো তোমার বুকে ঘুরছে তারা, একাত্তরের দালাল যারা। জবাব তোমায় . . . লাখো লাখো শহীদ কেনো রক্ত দিলো, এই কি তাদের স্বপ্ন ছিলো। জবাব তোমায় . . . ও মা রক্তে ভেজা এই না মাটি, জীবন দিয়ে রাখবো খাটি। শপথ নিলাম আজকে তরুণ ছাত্র-ছাত্রী দল। ও………..মা। একাত্তরের মা জননী . . .
জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা, আরও আগে কেন আসিনি কেন আসিনি এই ভূবনে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা, আরও আগে কেন আসিনি কেন আসিনি এই ভূবনে আআআ আআআআ পৃথিবীর বুকে নয় তোমারি বুকে প্রিয়তম দিও তুমি ঠাই শুধু বুকে ঠাই নয়, প্রাণটি করে হৃদয়ে রেখে দিতে চাই গড়েছ এই মন তুমি সুখেরী কোন মহা প্লাবনে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা, আরও আগে কেন আসিনি কেন আসিনি এই ভূবনে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা, আরও আগে কেন আসিনি কেন আসিনি এই ভূবনে লা লালালা লালালা লা লা হৃদয় আমার যেন একটা সাগর তুমি যেন সাগরের ঢেউ কি গভীর বন্ধন, এই দুজনার কোন দিনও বুঝবেনা কেউ তুমি যদি ভাঙ্গগ মন ডুবে যাবে আখি দুটি শ্রাবণে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা, আরও আগে কেন আসিনি কেন আসিনি এই ভূবনে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা, আরও আগে কেন আসিনি কেন আসিনি এই ভূবনে
অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে। অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন। বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে জীবনে মরনে, আধারে - আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে। অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন। জীবনে কখনো ফুরিয়ে যাবে না - আমার ভালবাসা তোমাকে পেয়েছি - পেয়েছি আবারও বাচার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে। অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে বৌয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে তোমার মন্ টা লোহায় গড়া তোমার ইস্পাতেরি হিয়া তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া…… তোমার মন্ টা লোহায় গড়া তোমার ইস্পাতেরি হিয়া তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া…… দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি আমি গাঁয়ের মেয়ে অনেক সুখী একটু নুন আর ভাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে প্রতি রাইতে ইস্টিসনে আসে ঢাকা থেকে গাড়ী আমি ভাবি এই গারিতে তুমি আইলা বুঝি বাড়ি…… প্রতি রাইতে ইস্টিসনে আসে ঢাকা থেকে গাড়ী আমি ভাবি এই গারিতে তুমি আইলা বুঝি বাড়ি…… দেখি ভোরের সূর্য উঠে আমার আশার ফুল না ফোটে দেখি ভোরের সূর্য উঠে আমার আশার ফুল না ফোটে তুমি আসবে ঠিকি শুনবে যখন নাই আর দুনিয়াতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে বৌউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ে রূপসী ভারি, ছুরি কাঁচি সুঁইয়ের খোঁচা তার যেন না লাগে, আমার বাঁচা মরা পরে, তার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার... এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যাথা, এই ব্যাথার মাঝে লাগছে ভাল বলতে তারি কথা, দেখবেন কোন মতেই যেন ঘুম থেকে না জাগে, আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার... মেয়েটির জন্য আহার নিদ্রা সবই গ্যাছে চলে, তবু বেঁচে আছি পৃথিবীতে মেয়েটি আছে বলে। দু'জনারই প্রেমের বন্ধন রাগ আর অনুরাগে, আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার. . . . ও ডাক্তার. .
সবকটা জানালা খুলে দাওনা আমি গাইবো গাইবো বিজয়েরই গান ওরা আসবে, চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সবকটা জানালা খুলে দাওনা চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু এমন খুশির দিনে কাঁদতে নেই চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু এমন খুশির দিনে কাঁদতে নেই হারানো স্মৃতির বেদনাতে একাকার করে মন রাখতে নেই ওরা আসবে, চুপি চুপি কেউ যেন ভুল করে গেও নাকো মন ভাঙা গান সবকটা জানালা খুলে দাওনা আজ আমি সারানিশি থাকব জেগে ঘরের আলো সব আঁধার করে আজ আমি সারানিশি থাকব জেগে ঘরের আলো সব আঁধার করে ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে ওরা আসবে, চুপি চুপি কেউ যেন ভুল করে গেও নাকো মন ভাঙা গান সবকটা জানালা খুলে দাওনা আমি গাইবো গাইবো বিজয়েরই গান ওরা আসবে, চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সবকটা জানালা খুলে দাওনা সবকটা জানালা খুলে দাওনা